আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারের পারভীন কে বিএনপির অঙ্গসংগঠনের শুভেচ্ছা

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের যুগ্ম-আহবায়ক ও আড়াইহাজার থানা মহিলা দলের  সভানেত্রী পারভীন আক্তারকে এবার ঢাকা বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তৃণমুল থেকে উঠে আসা বিএনপির রাজনীতিতে  এ নেত্রীকে শনিবার থানা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহীদ উল্যাহ বলেন, পারভীন আক্তার বিএনপির এ কান্তিলগ্নে দলের মধ্যে বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছেন। বিগত তিনি থানা থেকে শুরু করে জেলা ও কেন্দ্রের দলীয় প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি আড়াইহাজার বিএনপি তথা মহিলা দলের একটি উজ্জ্বল নক্ষত্র। মহিলা দলের দায়িত্ব পাওয়ার পর আড়াইহাজার তথা নারায়ণগঞ্জ জেলার প্রতিটি থানায় তিনি মহিলা দলকে চাঙ্গা করে তুলেছেন। এরই ফলোশ্রুতিতে বিগত দিনের আন্দোলন সংগ্রামে রাজপথে মহিলা দলের স্বত্বঃস্ফূর্ত অংশ গ্রহণ ছিল। পারভীন আক্তারকে এবার ঢাকা বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক করায় আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে কারাবন্দি বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির জোরদাবী জানাচ্ছি।

এদিকে থানা যুবদলের আহবায়ক জুয়েল আহম্মেদ বলেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটিকে আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সঠিক একটি সিদ্ধান্ত নেওয়ায়। আড়াইহাজার তথা জেলা রাজনীতিতে বলিষ্ঠ ভুমিকা পালনকারী একজন নিবেদীত প্রাণ নেত্রী পারভীন আক্তার। তাকে এবার ঢাকা বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বিগত দিনে তিনি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন থেকে শুরু করে দলের সকল কর্মসূচি পালন করেছেন। এছাড়াও র্দুসময়ে তিনি আড়াইহাজারে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে দলের সম্মান ধরে রেখেছেন। এখনও যান ও মালের ঝুঁকি নিয়ে তিনি ও তার স্বামী সাবেক বিআরডিবির চেয়ারম্যান বারবার কারানির্যাতিত নেতা আনোয়ার হোসেন অনু দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। বিগত দিনের আন্দোলন সংগ্রামে থানা থেকে জেলা ও কেন্দ্রে তাদের ব্যাপক অংশ গ্রহণ ছিল। আমি থানা যুবদলের পক্ষ থেকে পারভীনকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে মিথ্যা মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির জোরদাবী জানাচ্ছি।

এদিকে থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম বলেন, নেতাকর্মীদের বিপদে-আপদে পারভীনকে আমরা কাছে পেয়েছি। তিনি আমাদেরকে মায়ের মতই ছাড়া দিয়ে যাচ্ছেন। বিগত দিনে জেল জুলুমের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের পাশে আমরা মহিলা দলের সভানেত্রী পারভীনকে পেয়েছি। এবার তাকে ঢাকা বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক করায় থানা ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছিন। সেই সাথে ‘গণতন্ত্রের মা’ কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির জোর দাবী জানাচ্ছি।