আড়াইহাজার প্রতিনিধি:– আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এক বাড়ীতে মঙ্গলবার বেলা পৌনে ৩ টায় সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৬ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বসত ঘর এবং লুটপাট করা হয়েছে ঐ বাড়ীতে।জানা গেছে, বাড়ী থেকে বৃষ্টির পানি সরানো কে কেন্দ্র করে ওই গ্রামের রূপচাঁন, কবির, সুবেতারা ও লিপি প্রতিপক্ষ রহিমের বাড়ী ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।
ওই সময় বাড়ীর লোকজন বাধা দিতে গেলে হামলাকারীরা রহিমের মেয়ে সোনিয়া, শিরিনা, নাহিদা, ছেলে আবিদ, স্ত্রী শাহিদা ও জামাতা সুজনকে মারপিটে গুরুতর আহত করে। এদের মধ্যে থেকে আবিদ (১৬) ও সোনিয়া (২৫) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে। আবিদের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে সোনিয়া ও সুজন পৃথক ভাবে থানায় দুটি লিখিত অভিযোগ দিয়েছে। আড়াইহাজার থানার এস আই মামুন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।