আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সঙ্গীতশিল্পী আসিফের জামিন

সঙ্গীতশিল্পী আসিফের জামিন

সঙ্গীতশিল্পী আসিফের জামিন

সংবাদচর্চা রিপোর্ট:

সঙ্গীতশিল্পী আসিফ আকবর ১০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন। সোমবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় তার জামিন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত তার এ জামিন বহাল থাকবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় গ্রেফতারের পর সঙ্গীতশিল্পী আসিফ আকবরকে কারাগারে পাঠানো হয় গত বুধবার।

এর আগে গত সোমবার আসিফের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিন। তার অভিযোগ- তার রচিত শতাধিক গান ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে মোবাইল ফোনের কনটেন্ট হিসেবে বিক্রি করেছেন আসিফ। এর প্রতিবাদ করায় ফেসবুকে তাকে হুমকিও দেন আসামি। মামলায় আসিফ ছাড়াও আসামি করা হয় অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, সিআইডি তদন্ত করছিল মামলাটি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে মঙ্গলবার রাতে আসিফকে মগবাজার এলাকায় তার প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ সংবাদ