নিজস্ব প্রতিবেদক:
আসমানী পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম , চাঁদাবাজি , মালিক ও শ্রমিকদের নির্যাতন করার অভিয়োগ উঠেছে। গত ২২ ফেব্রুয়ারী সন্ধ্যায় আসমানী পরিবহন কর্তৃপক্ষের এই অনিয়ম , চাঁদাবাজি , মালিক ও শ্রমিকদের উপর নির্যাতন বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে আসমানী পরিবহনের শ্রমিকরা। সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ডের সামনে সমাবেত হয়ে শ্রমিকরা এই কর্মবিরতির ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা এই কর্মবিরতি পালন করবে বলে জানান।
এসময় বক্তারা বলেন,‘ আসমানী পরিবহন কর্তৃপক্ষকে চাঁদা আদায় বন্ধ করতে হবে। মদনপুর হতে আব্দুল্লাহপুর পর্যন্ত কোম্পানীর লোকেরা প্রায় ১৬৭০ টাকা চাঁদা আদায় করে থাকে। কথায় কথায় আসমানী পরিবহন কর্তৃপক্ষের নির্যাতনের শিকার হয় মালিক ও শ্রমিকরা। এই নির্যাতন বন্ধ করতে হবে। গাড়ী জমা কমাতে হবে। কুড়িল বিশ^রোড এলাকার চাঁদাবাজ মুন্নাকে সরিয়ে দিতে হবে। পুলিশও হয়রানি করে থাকে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। এছাড়া শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত আসমানী পরিবহণ কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত নারায়ণগঞ্জের মদনপুর হতে আব্দুল্লাপুর যায় আসমানী পরিবহণ।