আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আসন্ন লোকসভার ভোটে মাঠে গান্ধী পরিবারের দুই তারকা

অনলাইন রিপোর্ট

অবশেষে ভারতীয় রাজনীতিতে পা ফেললেন গান্ধী পরিবারের অন্যতম সদস্য প্রিয়াংকা গান্ধি।

আসন্ন লোকসভা নির্বাচনে মাঠে রয়েছে ভারতের ঐতিহ্য গান্ধী পরিবারের দুই সদস্য রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াংকা গান্ধী।

প্রিয়াংকা গান্ধী কে উত্তরপ্রদেশের পূর্বাংশের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দলের এই দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াংকা গান্ধীকে দীর্ঘদিন ধরেই রাজনীতির ময়দানে দেখার দাবি ছিল কংগ্রেস সমর্থকদের। দলের সভাপতি হিসেবে তার ভাই রাহুল গান্ধি দায়িত্ব নেওয়ার পর সেই দাবি আরও জোরালো হয়। আসন্ন লোকসভা নির্বাচনের আগ দিয়ে তাদের সে দাবি পূরণ হলো।

আগামী মে মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এর আগে প্রিয়াংকাকে উত্তরপ্রদেশের পূর্বাংশের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দিয়ে বেশ বড় চমক আনলো কংগ্রেস।

প্রিয়াঙ্কাকে প্রায়ই কংগ্রেসের ব্রক্ষ্মাস্ত্র বা ট্রাম্প কার্ড হিসেবে মনে করা হচ্ছে। তাকে উত্তর প্রদেশের পূর্বাংশের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে কংগ্রেসের হয়ে উত্তরপ্রদেশের পশ্চিমাংশের দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে।

এক টুইটে কংগ্রেস বলেছে, আমাদের উচ্ছ্বসিত ও (নির্বাচনে) যাওয়ার জন্য প্রস্তুত।

উল্লেখ্য, অনেক কংগ্রেস সমর্থকই প্রিয়াঙ্কার সঙ্গে তার দাদী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছায়া দেখতে পান। এতদিন পর্যন্ত মা সোনিয়া ও ভাই রাহুলের নির্বাচনি কেন্দ্র উত্তরপ্রদেশের অমেঠি ও রায়বরেলির মধ্যেই নিজের রাজনৈতিক ভূমিকা সীমাবদ্ধ করে রেখেছিলেন প্রিয়াঙ্কা।