আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আশ্রমে সন্দেহভাজনদের প্রবেশ করতে দেবেন না: এসপি হারুন

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন বারদি আশ্রমে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৯ তম তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ । এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গতকাল আশ্রম পরিদর্শন শেষে  এসপি বলেন, সকল ধর্মের নিরাপদ আভাস ভূমি বাংলাদেশ। এখানে কোন ধর্মীয় সহিংসতা চলবে না। বঙ্গবন্ধুর কন্যা মাদক জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কোন সন্ত্রাসীর স্থান নারায়ণগঞ্জের মাটিতে হবে না।

হারুন বলেন, আশ্রমে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৯ তম তিরোধান উৎসব উপলক্ষে ৫০০ পুলিশ, র‌্যাব, এপিবিএন ও আনসার সদস্যরা দিবা-রাত্রি নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। আশ্রমের প্রবেশ পথে আরচওয়ে দুইটি গেট স্থাপন করা হয়েছে। মেটাল ডিটেকটর দিয়ে নিরাপত্তা তল্লাশি সম্পূর্ণ করা হবে। কোন সন্দেহ জনক ব্যক্তি পিছনে বা কাঁধে ব্যাগ নিয়ে প্রবেশ করতে না পারে সে দিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। গোয়েন্দা নজরদারি রয়েছে। সাদা পোশাকেও পুলিশ ডিউটি করছে। সিসি টিভি স্থাপন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

এসপি আরো বলেন, প্রধান শহর থেকে অত্র আশ্রমে আসার জন্য রাস্তায় ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হয়েছে । তাতে কোন প্রকার যানজটের সৃষ্টি হবে না । এছাড়াও কমিউনিটি পুলিশ অত্র আশ্রমে কাজ করছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এছাড়া   ডিআইজি  আশ্রম কর্তৃপক্ষের সাথে পুরো আশ্রমের নিরাপত্তা পরিদর্শন করেন এবং আশ্রমের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন।