আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আশাসহ চারজনের ১ দিনের রিমান্ড

আশাসহ চারজনের

আশাসহ চারজনের

 

নিজস্ব প্রতিবেদক:
নাশকতার ও বিস্ফোরক দ্রব্য মামলায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নব গঠিত কমিটির সভাপতি আবুল কাউছার আশাসহ ৪ জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সদর থানা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এ আদেশ দেয়।
সোমবার (১১ জুন) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত এর আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অন্য আসামীরা হলেন বন্দর উপজেলার নয়ানগর মুখফুলদী এলাকার আকাশ আহমেদ বসির (২৪), মো. পাপ্পু আহমেদ (৩০), মো. সোহেল (৩০)।
কোর্ট পুলিশের এসএই কামাল হোসেন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ৯ জুন দেওভোগ এলাকায় আবুল কাউসার আশার নেতৃত্বে আনন্দ মিছিল করে মহানগর নেতারা। এসময় পুলিশ তাদের বাঁধা দিলে এক পর্যায়ে পুলিশের সাথে বাকবিতন্ডা শুরু হয়। পরে পুলিশ আশাকে আটক করে। এসময় নেতাকর্মীরা। আশাকে ছাড়িয়ে নিতে পুলিশের গাড়িতে হামলা করলে আরো ৩ জনকে আটক করে পুলিশ। ঘটনাস্থলে তিনজন পুলিশ সদস্য আহত হয়।
আবুল কাউসার আশা সহ ৪ জনের রিমান্ড মঞ্জুর হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আসামীপক্ষের আইনজীবীরা অসেন্তাষ প্রকাশ করেন। তাদের দাবি, শুধুমাত্র বিএনপি করায় ধরে নিয়ে মামলা প্রদান করে নেতাকর্মীদের জেলহাজতে প্রেরণ করা হচ্ছে।
রিমান্ড শুনানিতে অংশগ্রহন করেন, এড. জাকির হোসেন, এড. নবী হোসেন, এড. কাজী আবদুল গাফফার, এড. আনোয়ার প্রধান, এড. আনিসুর রহমান মোল্লা, এড. আমেনা বেগম শিল্পী, এড. মাসুদা বেগম শম্পাসহ অর্ধ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।