আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশার মুক্তি দাবি ছাত্রদল নেতা মোক্তাদিরের

আশার মুক্তি দাবি

 

নিজস্ব প্রতিবেদক:
নাশকতার মামলায় আটক মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশাসহ ৪ জনকে ১ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর ছাত্রদল নেতা মোক্তদির হোসেন হৃদয়। সদর থানায় নাশকতার মামলায় আটককৃতদের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।
ছাত্রদল নেতা মোক্তাদির প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যকে বলেন, আমার রাজনীতির নেতা ও পথ প্রদর্শক আশা ভাইকে বেআইনিভাবে আটক করা হয়েছে। বিগত দিনে সকল আন্দোলন সংগ্রাম ও রাজনীতি একসাথে করেছি। স্বৈরাচারি সরকারের রোষানলে আজ বিএনপির নেতা-কর্মীরা। আমি ও ছাত্র দলের সকল নেতা-কর্মীরা গ্রেফতার ও রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আশা ভাইয়ের দ্রুত মুক্তি দাবি করছি।
গত শনিবার ৯ জুন শহরের দেওভোগে আবুল কাউছার আশার নেতৃত্বে বিএনপি চেয়ারপারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি মিছিল করা হয়। এসময় পুলিশ মিছিল থেকে আশাসহ ৪ জনকে আটক করলে অন্য নেতা কর্মীরা তাদেরকে ছাড়িয়ে নিতে পুলিশের সাথে সংঘর্ষ হয়।
আজ সোমবার শুনানি শেষে ৪ আসামীকে ১ দিনের রিমান্ড দেয়া হয়। এই মামলায় আশা সহ অপর আসামীরা হলো বাছির, পাপ্পু আহমেদ ও মোঃ সোহেল। এছাড়াও অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে আসামী করে মামলা দায়ের করে সদর থানা পুলিশ। অন্য আসামীদের আটক করতে অভিযান চলছে বলে জানায় পুলিশ।