বন্দর প্রতিনিধি:
বন্দরে কদম রসুল কলেজ মাঠে বাইক কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল।
বুধবার দুপুরে তিনি এ খেলার উদ্বোধন করেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিমাসে এ ধরণের খেলা আয়োজন করলে যুব সমাজ যেমন মাদক থেকে দুরে থাকবে। আজকের ছোট খেলোয়াররা বড় হয়ে জাতীয় দলে খেলে দেশের সুনাম অর্জন করেব। বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ। বিশেষ অতিথি ছিলেন, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন, কদম রসুল কলেজ গর্ভনিংবডির সদস্য ও ক্রীড়া ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী সোহেল মিয়া। সহকারি পরিচালক হিসেবে রয়েছেন তানজিল, ইকবাল হোসেন, ইপু, শাহীন দেওয়ান প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন কদম রসুল সুপার কিংস্ ও সামী একাদ্বশ। টস জিতে কদম রসুল সুপার কিংস্ ব্যাট করে এবং সামী একাদ্বশকে হারিয়ে জয়লাভ করেন।