নারায়ণগঞ্জ জাতীয় পার্টির নেতা ও ব্যবসায়ী আল জয়নালের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা হয়েছে। বুধবার নারায়ণগঞ্জ কোর্টে (সিআর) মামলা করেন এড. নজরুল ইসলাম মাছুম। সে দাপাইদ্রাকপুর এলাকার মতিউর রহমানের ছেলে। সিআর মামলা নং ৭৪ । মামলার নথি থেকে জানা যায় আল জয়নাল চেক দেয় ২০১৪ সালের ৬ জানুয়ারি ৫ লক্ষ টাকা প্রবালী ব্যাংক নারায়ণগঞ্জ শাখার। চেক C.A 50/k no 9884609 হিসাব নং 0037901040715 । চেক দেয়ার পর আসামি বিভিন্ন তারিখ ঘুরাইতে থাকে। আসামি সেটা অস্বীকার করে ২০২০ সালের ১৮ জানুয়ারি।নথিতে আল জয়নালকে ভুমিদস্যু ,দাঙ্গা হাঙ্গামাকারী উল্লেখ করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি মামলার শুনানি হবে। আর.কেএন/এন.কে