নিজস্ব প্রতিবেদক:
আহলে সুন্নাত ওয়াল জামাতের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা তামিম বিল্লাহ’র বিরুদ্ধে করা মানহানি মামলায় তার জামিন মঞ্জুর করেছেআদালত। একই মামলার অপর আসামী ইসলামী ছাত্রসেনা জেলার সভাপতি রাহাত হাসানেরও জামিন মঞ্জুর করেছে আদালত।
রবিবার (১৫ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে উভয় পক্ষের শুনানী শেষে বিচারক উভয় আসামীর জামিন মঞ্জুর করেন। এর আগে রবিবার সকালে উভয় আসামী আত্মসমর্পন করেন।
গত ৩ জুন তামিম বিল্লাহ ও রাহাত হাসানের বিরুদ্ধে ২ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা দায়ের করেন জেলা ওলামা পরিষদের পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা রহমত উল্লাহ বোখারী।
গত ৯ মে মাওলানা আবদুল আউয়াল ও মাওলানা জাকির হোসেন কাসেমীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের করেছিলেন ইসলামী ছাত্র সেনার সভাপতি রাহাত হাসান।