নিজস্ব প্রতিবেদক
ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠ রক্ষায় করা রিটের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালতের বিচারক। গত ৬ জুন চেম্বার জজ আদালতের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকী আলীগঞ্জ খেলার মাঠের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের উপর স্থগিতাদেশ প্রদান করে তা অধিকতর শুনানীর জন্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগে প্রেরণ করেছেন। আপীল বিভাগে বিষয়টি নিষ্পত্তির জন্য শুনানীর তারিখ ধার্য করা হয়েছে আগামী বছরের ৩ ফেব্রুয়ারি।
২০১৬ সালের ২২ মার্চ একনেকের বৈঠকে নারায়ণগঞ্জের আলীগঞ্জে ১১দশমিক ৬৫ একর জমিতে প্রায় চারশ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য ৮টি ১৫ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার।
সরকারের এ সিদ্ধান্তের পর খেলার মাঠটি রক্ষায় স্থানীয় ২৫ হাজার লোকের স্বাক্ষর যুক্ত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে পেশ করা হয় প্রধানমন্ত্রী বরাবর। সেই সঙ্গে মাঠ রক্ষার আন্দোলনে নামে স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি ক্রীড়ামোদীরা। পরে ওই বছরের ৭ এপ্রিল একনেকের সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করেন আলীগঞ্জ ক্লাব ও আলীগঞ্জ হাইস্কুলের সভাপতি বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সমাজসেবক কাউসার আহমেদ পলাশ।
২০১৬ সালের ১০ এপ্রিল সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানী শেষে ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠে সরকারী কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণে একনেকের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবেনা সে মর্মে মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব, অর্থসচিব, পরিকল্পনা সচিব, পূর্ত সচিব, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, গণপূর্ত নারায়ণগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ ৮ কর্মকর্তাকে রুল নিশি জারি করেন।