আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলীগঞ্জে সার চুরির ঘটনায় ২ আসামি রিমান্ডে

নারায়ণগঞ্জের আলীগঞ্জ মাদ্রাসা ঘাট হতে ৭০ লক্ষ ৪৬ হাজার ৬শ টাকা মূল্যের ( ৩৮৪.৫৫ মে.টন) সার চুরি মামলায় গ্রেফতার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আসামিরা হলেন, যশোরের কোতেয়ালী থানার পদ্মাবিলা এলাকার মজিবর সরকারের ছেলে মুন্নাঁ সরকার, অভয়নগর থানার খান জাহান আলী মোল্লার ছেলে মো: সবুজ । আসামি দুই জন নোয়াপাড়া গ্রুপের আলীগঞ্জ মাদ্রাসা ঘাটের অডিট অফিসার। গত ২৫ ফেব্রুয়ারি আলীগঞ্জ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। এর আগে সারের হিসাবে গড় মিল থাকায় ফতুল্লা থানায় একটি মামলা করে মালিক পক্ষ।

মামলায় দাবি করা হয়েছে, নোয়াপাড়া গ্রুপের অন্যতম সিস্টার কনসার্ন তাইবা সাইফুল্লাহ জিএল এর মাধ্যমে সৌদি আরব থেকে ১ হাজার ৬শ ৮৩ মেট্রিক টন ডিএপি সার আমাদানী করে। এই সার চট্টগ্রামে বন্দরে পৌঁছালে সেখান থেকে এভি কিবলাতাইন-৮ এর মাধ্যমে ২০১৯ সালের ১৫ ডিসেম্বর আলীগঞ্জ মাদরাসা ঘাটে সার আনা হয় এবং মালামাল ২৪ ডিসেম্বর খালাস হয়। এসময় খালাসকৃত মালামাল থেকে ৯৯ মেট্রিক টন সার কম পাওয়া যায়।

এরপর সার চুরির বিষয়টি তাদের নজরে আসে এবং একই বছরে এমভি বাংলার মিলন থেকে খালাসকৃত সার থেকে ৮৯ দশমিক ৬ মেট্রিক টন, কিবলাতাইন-১৫ থেকে খালাসকৃত সার হতে ৬২ দশমিক ৪ মেট্রিক টন, একই জাহাজ থেকে পুনরায় খালাসকৃত সার থেকে ৪১ দশমিক ৮৫ মেট্রিক টন, এমভি মুশফিক হাসান-১ থেকে খালাসকৃত সার হতে ৩১ দশমিক ৫ মেট্রিক টন এবং এমভি স্টিফেন থেকে খালাসকৃত সার হতে ৬০ মেট্রিক টন সার চুরি করা হয়। যার মোট পরিমাণ দাঁড়ায় ৩শ ৮৪ দশমিক ৫৫ মেট্রিক টন। এর বাজার মূল্য ৭০ লাখ ৪৬ হাজার ৬শ টাকা।

সর্বশেষ সংবাদ