ব্রাজিল-আর্জেন্টিনা খেলা মানেই ফুটবল বিশ্বে আলোচনার ঝড়। এই দুইটি দলের মধ্যকার প্রতিদ্বন্দ্ব্বিতাকে অনেক সময় “দক্ষিণ আমেরিকানদের যুদ্ধ বলেও অবহিত করা হয়। দেশ দুইটির মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা প্রায় সব ধরনের ক্রীড়াতেই লক্ষ্য করা যায়, তবে পুরুষ ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা একটু বেশিই। খেলায় কোন দলই পরাজয় বরণ করতে চায়না।
সোমবার (১০ ফেব্রুয়ারি) অলিম্পিক বাছাই পর্বের দ্বিতীয় পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। তাদের প্রতিপক্ষ ছিল টুর্নামেন্টের শক্তিশালী আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষেই যেন টুর্নামেন্টে নিজেদের সেরা ম্যাচটি খেলল ব্রাজিল।
অলিম্পিক মূল পর্বে যেতে হলে জিততেই হবে এমন সমীকরণ ছিল ব্রাজিলের সামনে। দ্বিতীয় পর্বের আগের দুটি ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ড্র করায় কিছুটা শঙ্কা ছিল তাদের নিয়ে। কিন্তু খেলা শুরু হতেই সব শঙ্কা উড়িয়ে দিল কুনহা পাউলিনহোরা।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। সঙ্গে নিশ্চিত করেছে মূল পর্বে খেলা।