বন্দর প্রতিনিধি:
আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রিয়াজুল ইসলাম নামে ৯ বছরের এক শিশু আহত হয়েছে। মাথায় আঘাত নিয়ে দেড় মাস ধরে সে হাসপাতালে মুত্যর প্রহর গুনছে । রিয়াজুল বন্দরের দাসেরগাঁ এলাকার মোবারাক হোসেন মাঝির ছেলে।
রিয়াজুলের বাবা মোবারক হোসেন জানান, রিয়াজুল বন্দরের দাসেরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে পড়ে। দেড় মাস আগে আম পাড়তে গিয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এতে সে মাথায় আঘাত পায়। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর এন এস ইউ বিভাগের ডাক্তাররা রিয়াজুলের মাথার হাড় ভেঙ্গে গেছে বলে জানান। এ অবস্থায় জরুরী অপারেশনের পরামর্শ দেন তারা। অপারেশনে খরচ হবে প্রায় ৫ লাখ টাকা । মোবারক হোসেন জানান, তিনি চিত্তরঞ্জন গুদারাঘাটে নৌকা চালিয়ে সংসার চালান। ছেলের চিকিৎসায় এত টাকা তিনি কোথায় পাবেন। ছেলের অপারেশনে তিনি সকলের সহযোগিতা চেয়ে সাংবাদিকদের একটি মোবাইল নম্বও (০১৯৯২৬১০৫০৭) ও বিকাশ নম্বর (০১৯১৩২০২২৫৩০ দিয়েছেন।