আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি নবীনযাত্রী ,:নাহার রহমান নুপুর

অন্তরীক্ষে দিনমণির তীব্র দিপ্তি
অবনীতে দিচ্ছে রোদের ঝলকানি ;
গভীর চেতনায় একাকী
বাহুতে নিয়ে মঞ্জুরি
স্পর্শ করি উর্মি ।

পাশে বয়ে যায় কল্লোলিনী
উড়াতে থাকি আমি বৈজয়ন্তী;
বলে যাই মনের সুখে
ভালোবাসি আমি ধরিত্রী
ভালোবাসি বঙ্গলিপি।

না থেমে একরত্তি
বলে যাই সন্ধ্যাঅবধি –
আমি নবীনযাত্রী
ধরিত্রীর সাথে করি সন্ধি

লেখক: নাহার রহমান নুপুর , ছাত্রী নরসিংদী সরকারি মহিলা কলেজ।

স্পন্সরেড আর্টিকেলঃ