রফিকুল ইসলাম রানা আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজারে শিশু সুরাইয়া হত্যাকান্ডের সাথে জড়িত তার মা রহিমা বেগম ও তার পরকিয়া প্রেমিক কাঠ মিস্ত্রি কবির হোসেনসহ ৪ জনকে আটকের বিষয়ে গতকাল শনিবার সকালে তথ্য সংগ্রহ করতে কয়েকজন সাংবাদিক আড়াইহাজার থানায় গেলে দেখা যায় একজন মহিলা ও আসামী কবির হোসেন থানা কাষ্টরীতে রয়েছে।
ওসি তদন্ত শফিকুল ইসলামের কক্ষে রয়েছে নিহতের মা রহিমা বেগম সহ দুজন। এ সময় ওসির তদন্তের কক্ষের সামনে থাকা একজন কনষ্টেবল সাংবাদিকদেরকে দেখেই দৌড়ে এসে বলেন, কেউ ভিতরে যাবেন না।
তখন একজন সাংবাদিক জিজ্ঞেস করেন, ভিতরে আসামী ক’জন আছে। তখন ওসি তদন্ত কক্ষ থেকে চটে যান ওই সাংবাদিককে ধমক দিয়ে বলেন, খবরদার! আসামী সম্পর্কে কোন কথা জিজ্ঞেস করবেন না। কারণ জিজ্ঞেস করা হলে তিনি আরো রেগে গিয়ে বলেন, কেন জিজ্ঞেস করবেন? আপনারা জিজ্ঞেস করার কে? আমি আপনাদেরকে তথ্য দিতে বাধ্য নই। বিষয়টি নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) মতিয়ার রহমানকে জানানো হলে তিনি বলেন, আমি বিষয়টি দেখছি।