আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘আমি সততার সাথে দায়িত্ব পালন করেছি’




টি.আই.আরিফ:
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আমাদের উন্নয়ন দেখে জনগণ নৌকায় ভোট দেবে। আমি কোন দুর্নীতি করি নাই। আমি সততার সাথে দায়িত্ব পালন করেছি। রূপগঞ্জবাসীর সাথে আছি। আমি কখন রূপগঞ্জ ছেড়ে যাইনি। রূপগঞ্জ হবে স্মার্ট সিটি । মাননীয় প্রধানমন্ত্রী রূপগঞ্জে সবই দিয়েছেন । মুড়াপাড়া কলেজ সরকারি করে দিয়েছি। ভুলতায় ফ্লাইওভার হয়েছে, মুড়াপাড়ায় গাজী সেতু হয়েছে, তারাবতে সুলতানা কামাল সেতু হয়েছে। টোল ছাড়াই এসব সেতু দিয়ে গাড়ী পার হচ্ছে। এটাই শেখ হাসিনার উন্নয়ন। নারায়ণগঞ্জের মধ্যে বেস্ট উপজেলা আমাদের রূপগঞ্জ।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিরোধী দল আমাদেরকে ঠেকাতে পারবে না। সবাই সঠিকটা লিখবেন। আমরা মাঠে আছি।
গতকাল ‘সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এসব কথা বলেন।
অনুষ্ঠানে রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুইঁয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ