আজ সোমবার, ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি একজন মুক্তিযোদ্ধা, আমি শেখ হাসিনার নামে মামলা দিতে পারব না : এমপি গাজী

আমি একজন মুক্তিযোদ্ধা

আমি একজন মুক্তিযোদ্ধা

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী মইনুদ্দীন-ফখরুদ্দীন সরকারের দুশাসনের কথা উল্লেখ করে বলেছেন, আমাকে সেনাবাহিনী বলেছিলো শেখ হাসিনার নামে দুর্নীতির মামলা দিতে ,আমি সে দিন সেনাবাহিনীকে পরিস্কার ভাষায় বলে দিয়েছিলাম আমি একজন মুক্তিযোদ্ধা ,বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে আমি মুক্তিযুদ্ধ করেছি আমাকে মেরে ফেলুন তবুও  আমি  শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দিতে পারব না। সে দিন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দেই নাই বলে আমাকে ৩ মাস ক্যান্টনমেন্ট আটক রেখে অমানবিক নির্যাতন করেছে।

মঙ্গলবার  ৩০ অক্টোবর কাঞ্চন পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।যৌন কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছে রফিক

গোলাম দস্তগীর গাজী বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী। শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র রক্ষা পেয়েছে।বাংলাদেশ আজ মানবিক রাষ্ট্রের মর্যাদা পেয়েছে।

৪ দলীয় জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, খালেদার পুলিশ বাহিনী ছিলো দানবীয়। আমাকে পুলিশ গুলি করেছিলো তার পরও রাজপথ ছাড়ি নাই। রূপগঞ্জের ২৬ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে বিএনপি জামায়াত।

তিনি বলেন, বিএনপি দুর্নীতিতে বিশ্বাসী। ওরা রাষ্ট্রক্ষমতায় এসে লুটপাট করে। গ্রেনেড হামলা চালায়। সন্ত্রাসীদের আগামী নির্বাচনে জনগণ বর্জন করে।

রূপগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন,  আপনাদের গ্যাস দিয়েছি,বিদ্যুৎ দিয়েছি। স্কুল – কলেজ সরকারিকরণ করেছি। রাস্তাঘাট ,শীতলক্ষ্যা সেতু,ভূলতা ফ্লাইওভার নির্মাণ হয়েছে। আমার দেয়া ওয়াদা পূরণ করেছি।

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ বাসীকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

কাঞ্চন পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম রসুল কলির সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, যুগ্মসম্পাদক ডাঃ কৃষ্ণ দয়াল দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মো: এমায়েত হোসেন, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান আকন্দ, আজমত আলী, রেজাউল করিম মাঞ্জুর, হাবিবুর রহমান হাবিব, সালাউদ্দিন ভুঁইয়া ও আব্দুল মান্নান মুন্সি, ,মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক নাঈম ভুঁইয়া, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, যুবলীগ নেতা ও ইউপি সদস্য মোশারফ হোসেন ভুইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকন, উপজেলা যুবমহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন-মুড়াপাড়া আঞ্চলিক শাখার সভাপতি বেলায়েত হোসেন, সাধারন সম্পাদক আবু জাবের বাবুল, উপজেলা মহিলালীগের যুগ্নসম্পাদক মিনারা বেগম, কাঞ্চন পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান লিটু, সাধারন সম্পাদক আব্দুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহেদ আলী, ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক বাবুল ভুঁইয়া, ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারন সম্পাদক হাসান আশকারী প্রমুখ।