আজ শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি আগেই বলেছিলাম নারায়ণগঞ্জে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে: শামিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার ৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন আমি আগেই বলেছিলাম নারায়ণগঞ্জে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে। অনেকেই এই ষড়যন্ত্রে পা দিচ্ছে। কেউ বুঝে পা দিচ্ছে কেউ না বুঝে পা দিচ্ছে। তবে আমাদের দেখার বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী নির্দেশনা দেন।

শোক দিবস উপলক্ষে আজ ১২ই আগস্ট শোকর‌্যালী পূর্বক চাষাড়া রাইফেল ক্লাবে বিকেল চারটায় প্রস্তুতিমূলক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি বলেছিলাম নারায়ণগঞ্জে বড় ধরণের কোনো নাশকতার পরিকল্পনা চলছে। এরপরই সোনারগাঁয়ে ৪৩ জন আটক হয়েছে। বক্তাবলীতেও জঙ্গি আটক হলো।

তিনি আরো বলেন, কেউ কেউ মনে করছে এ দেশটা পাকিস্তান আর শেখ হাসিনা নওয়াজ শরীফ। কিন্তু না শেখ হাসিনা শেখ হাসিনাই আছে আর বাংলাদেশ বাংলাদেশই। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না। যারা ষড়যন্ত্র করছে তারা সফল হতে পারবে না।

শামীম ওসমান দাবি করেন, ২০০১ সালের নির্বাচনে আমরা জয়ী হয়েছিলাম তারপরও আমাদেকে ষড়যন্ত্র করে হারিয়ে দেয়া হয়েছিল। এবার আর সে সুযোগ নেই। জনগণের রায় নিয়ে আমরা আবারও নির্বাচিত হব।

এস কে – সংবাদচর্চা – ০৭/০৮/২০১৭ইং