আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার নাম ভাঙ্গিয়ে রাস্তা দখল করে : শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদসদ্য একেএম শামীম ওসমান বলেছেন, আমরা রাস্তা বানাছি ঠিক কিন্তু ধান্দাবাজরা, চাঁদাবাজরা আমার নাম ভাঙ্গিয়ে, নয়তো আরেকজনের নাম ভাঙ্গিয়ে রাস্তা দখল করছে। পুলিশকে বলবো কেউ যেন রাস্তা থেকে চাঁদা তুলতে না পারে। সকালে ঢাকা-সিলেট অংশের উদ্বোধনের পর অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চাষাড়ায় একটি পুলিশ ফাঁড়ি আছে সাথে ডাক বাংলা রয়েছে। এই ডাক বাংলা ভেঙ্গে ও পুলিশ ফাঁড়ি সড়িয়ে রাস্তা করলে যানযট কমে আসবে। কারন শুধু মাত্র এতটুকু রাস্তা যানবাহনের পার হতে প্রায় ১ ঘন্টা সময় ব্যায় হয়। পন্মাসেতু হলে এই সড়কটি আরও বেশি ব্যস্ত হয়ে উঠবে। ডাক বাংলার চেয়াম্যানের সাথে আলোচনা হয়ে আমরা অফিসিয়ালি কাগজ পাঠাবো। আর পুলিশ যেন তাদের পুলিশ ফাঁড়ির বিষয়ে ব্যবস্থা গ্রহন করে। আমার মনে হয় এখানে যারা আছেন সবাই চান এটা হোক।

তিনি বলেন. ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ৩ দফায় কাজ করেছি। মুন্সিগঞ্জের যাওয়ার পথে পঞ্চবটি ফ্লাইওভার নিমার্ন করা হবে। কিন্তু শুধু মাত্র পঞ্চবটিতে ৭ লক্ষ শ্রমিক কাজ করে। তারা বাংলাদেশের ৭৫ শতাংশ আয় করে।

সর্বশেষ সংবাদ