আজ সোমবার, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আমার চেয়ে বড় মাস্তান কেউ নেই : শামীম ওসমান

নারায়ণগঞ্জ  ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন,  আমার কোনো বন্দুক ও লাঠির প্রয়োজন নেই কারণ আমি জানি, ‘আমার থেকে বড় মাস্তান আর কেউ নাই।’

রবিবার (১লা মার্চ) পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষ্যে নায়ারণগঞ্জ পুলিশ লাইনে আয়োজিত আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, ‘প্রশাসনিক এবং বিভিন্ন কারণে নারায়ণগঞ্জে কিছু ক্ষতি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণ করতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই। নায়ারণগঞ্জে আমরা একাই যথেষ্ট, আওয়ামী লীগই যথেষ্ট। এ জন্য পুলিশের সাপোর্ট দরকার নেই। এখনও রাতের বেলা দুই লাখ লোক একসঙ্গে করতে আমার একঘন্টা সময় লাগে, সে ক্যাপাসিটি আমার আছে। ১৯৭৯ সালে জিয়াউর রহমানকে আটকে রাখা লোক আমরা। আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে আন্দোলন ঠেকাতে হয়।’