নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন,মানুষের অর্থনীতি বেড়ে যাওয়ার ফলে দেশে গাড়ির সংখ্যা বাড়ছে। কিন্তু আমাদের দক্ষ ড্রাইভারের সংখ্যা বাড়ছে না। আমাদের ড্রাইভারের যথেষ্ট অভাব রয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের উদ্বোধন শেষে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের চালকদের প্রশিক্ষন সেন্টার বাড়াতে হবে। দক্ষ চালকরাই পারে সড়কে দুর্ঘটনা কমাতে। প্রত্যেকটা চালককে মনে প্রাণে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
গোলাম দস্তগীর গাজী বলেন, আমাদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দক্ষ নেতৃত্বে মহাসড়কে দুর্ঘটনা হ্রাস পেয়েছে। যে ভাবে রাস্তা করলে মহাসড়কে দুর্ঘটনা হবে না তিনি সেই ভাবেই রাস্তা করছেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি, ওসমান আলী, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন,পুলিশ সুপার হারুন অর রশীদ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মহিলা মেম্বার সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব সহ অনেকে।