আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘আমাদের উপর দায় চাপিয়ে দিতে পারে’

সংবাদচর্চা রিপোর্ট :

২৮ অক্টোবর, ঢাকায় পাল্টাপাল্টি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ক্ষমতার বাইরে থাকা বিএনপি। দুই দলের এই সমাবেশকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে বেশ উদ্বেগ ও উৎকণ্ঠা লক্ষ্যণীয়। অনেকেরই আশঙ্কা, এদিন কিছু একটা হতে পারে। সংঘাত, সংঘর্ষে জড়াতে পারে দু’দল। তবে, ঢাকায় কিছু না হলেও সমাবেশকে কেন্দ্র ঢাকার বাইরে সংঘাত বা সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে বলেই মনে করা হচ্ছে।
এমন আশঙ্কা, সন্দেহ যখন অনেকের মাঝে তখন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনও শোনালেন আশঙ্কার কথা। তিনি সংবাদচর্চাকে বলেন, ‘আওয়ামী লীগ নেতারা নিজেরাই যেকোনো অঘটন ঘটিয়ে বিএনপির ঘাড়ে দায় চাপাতে পারে।’
সাবেক এই সাংসদ বলেন, ‘আমরা অসহিংস আন্দোলনে বিশ^াসী। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জন সমর্থন আদায় করছে বিএনপি। সংঘাত সংঘর্ষ এড়িয়ে আমরা প্রতিটি কর্মসূচি পালন করছি। বিএনপি গণতান্ত্রিক দল। মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে আন্দোলন করছি আমরা। আমাদের এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের। ক্ষমতায় যাওয়ার জন্য এই আন্দোলন নয়।’
গিয়াসউদ্দিন বলেন, ‘২৮ অক্টোবর আমরা শান্তিপূর্ণ সমাবেশের প্রস্তুতি নিয়েছি। তবে, আমাদের আশঙ্কা, এদিন আওয়ামী লীগের লোকজন সহিংসতার মত কোনো ঘটনা ঘটিয়ে আমাদের উপর দায় চাপিয়ে দিতে পারে। ইতোমধ্যে সমাবেশকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাধা দেওয়া হচ্ছে। প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে নেতাকর্মীদের বাড়ি। তারপরও আমরা এক দফা আন্দোলনের এই কর্মসূচি সফল করতে শান্তিপূর্ণভাবে সমাবেশে যোগ দিবো। কোনো বাধাই বিএনপির নেতাকর্মীদের এই যাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।’

স্পন্সরেড আর্টিকেলঃ