রাস্তা ব্লক করে নির্মাণ সামগ্রী রেখে জনগনের চলাচলে প্রতিবন্ধকতা সৃস্টি করায় ১৩নং ওয়ার্ডের আমলাপাড়া থেকে নির্মাণ সামগ্রী জব্দ করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। শুক্রবার (২ আগস্ট) সকালে ঐ নির্মাণ সামগ্রী জব্দ করা হয়।
কাউন্সিলর খোরশেদ বলেন, নাসিক ১৩নং ওয়ার্ডের সম্মানিত নাগরিকদের জানানো যাচ্ছে যে সকল নির্মাণ সামগ্রী রাত ১০ টার পরে আনলোড করে সকাল ৭ টার মধ্যে রাস্তা থেকে সরিয়ে নিতে হবে। তিনি সবার সহযোগিতা চেয়েছেন।