নবকুমার:
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন , আমরা সহিংসতা চাই না। আমরা সহিংসতার কথা বলবো না। সবাই মাঠে থাকবে। এখন থেকেই আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবো।
গতকাল মুড়াপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মন্ত্রী এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গোলাম দস্তগীর গাজী বলেন, নির্বাচন আসছে, সামনে আমাদের কঠিন চ্যালেঞ্জ। বিরোধী দল অনেক ষড়যন্ত্র করছে। যার যার এলাকায় সবাই সতর্ক অবস্থানে থাকবে। তারা শেখ হাসিনার সরকারকে হটাতে পারবে না। শেখ হাসিনার সরকারের প্রতি জনগণের সমর্থন আছে। আগামীতে জনগণের সমর্থন নিয়ে আমরাই ক্ষমতায় যাবো। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ, মহিলা লীগ মাঠে আছে। আমরা শান্তি সমাবেশ পালন করে যাবো।
মন্ত্রী আরও বলেন, সবাই উন্নয়ন দেখে পক্ষ নেবেন। করোনার সময় যারা জনগণের খোঁজ রাখেনি তাদেরকে ভোট দেবেন না।
গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি ও তারাব পৌর মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, শেখ সাইফুল ইসলাম, মানজারী আলম মোল্লা টুটুল, মোস্তাফিজুর রহমান মোল্লা, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, মো: আবুল হোসেন খাঁন, মশিউর রহমান তারেক, মো: বরকত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজিজুল হক ভুইয়া আজিজ, আমির হোসেন ভুঁইয়া, মাহাবুবুর রহমান ভুঁইয়া মেহের, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মারফত আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: এমায়েত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো: আমান উল্যাহ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো: আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, মো: ফারুক মিয়া, হাফিজুর রহমান ভুঁইয়া সজিব, সহ-দপ্তর সম্পাদক মো: ওবায়দুল মজিদ ভুঁইয়া জুয়েল, কোষাধক্ষ্য মো: মুশফিকুর রহমান রিপন, সদস্য সামা রানী পাল, রমাকান্ত সরকার, মো: মকবুল হোসেন, মো: জায়েদ আলী, মো: নজরুল ইসলাম মাস্টার, মো: ছালাউদ্দিন ভুঁইয়া, তোফায়েল আহমেদ আলমাছ, মো: গোলাম রসুল কলি।