সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে আমরা নারীরা লড়াই করে এগিয়ে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নারী সমাজ কোন ক্ষেত্রে এখন পিছিয়ে নেই। আমরা চাই নারী-পুরুষ সম অধিকার। নারীদের কর্মসংস্থান আরও বাড়াতে হবে।
তিনি আরও বলেন, দেশের অর্ধেক ভোটার নারী, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ছে। আমরা লড়াই করতে জানি’ আমরা পিছু হটবো না। রূপগঞ্জে মহিলা লীগ এবং যুব মহিলা লীগকে আমি সুসংগঠিত করেছি।
গতকাল আর্ন্তজাতিক নারী দিবসে রূপগঞ্জের রূপসীতে র্যালী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সীমা রানী পাল, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য রেহেনা আক্তার, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি নাজমীন সুলতানাসহ পৌরসভা ও ইউনিয়ন নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।