নিজস্ব সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর(সোমবার) ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাহিত্য ও আলোচনা সভায় তিন গুনীজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন । এসময় তিনি তার বক্তব্যে বলেন, আজকের বিজয় দিবসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে স্বাধীনতার পক্ষে সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। আমরা যে যেখানেই রয়েছি সেখান থেকেই আমাদের দেশ প্রেমের মাধ্যমে এগিয়ে যেতে হবে। বর্তমার সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। নতুন প্রজন্ম কে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। সন্ত্রাস মাদক নির্মূল করে সমাজ গড়তে করতে হলে সামাজিক-পারিবারিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (অপারেশন) মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক । অনুষ্ঠান শুরুতেই কুরআন তেলোআত করেন কবি শিক্ষক কামাল সিদ্দিকী । স্বাগত বক্তব্য রাখেন,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান ।
যুগ্ম সম্পাদক এ.আর.কুতুবে আলমের রসালো সঞ্চালনায় আলোচনা ও কবিতা পাঠে অংশ গ্রহন করেন, আমিন্ত্রত অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. মঈন উদ্দিন চৌধুরী, জামাল উদ্দিন সবুজ, কবি ,সাংবাদিক দীপক ভৌমিক,ছড়াকার মতিউর রহমান মনির, কামাল সিদ্দিকী,মো. আল মনির ,ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কবি আব্দুর রহিম ,কবি সাংবাদিক জাহাঙ্গির ডালিম,ফরিদ আহম্মেদ বাধন, মো.আলাল, হারুন অর রশিদ সাগর, সফিকুর রহমান নিজাম, আনিসুল হক হিরা, সাংবাদিক মানবাধীকারকর্মী রফিকুল ইসলাম,জাহাঙ্গির আলম, কাজী আমিনুল হক, ক্ষুদ্রে আবৃত্তিকার মো.মাহিবি আলম সৌরভ,লামিয়া আক্তার, রবিউল ইসলাম মোস্তফা, হিপা জান্নাত মীম, তাওহীদ হোসেন, আসমা খাতুন, রূপা আক্তার, রুমা আক্তার নূরুল আমিন, রনি। ক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,কোষাধ্যক্ষ নজরুল ইসলাম সুজন, ক্রিড়াও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী,সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সরকার, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন সজীব ,স্থায়ী সদস্য মুন্নি আলম মনি প্রমুখ।
সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামাল উদ্দিন, ইন্সপেক্টর মজিবুর রহমান এবং ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন ।