সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। আমরা জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছি। ভোট কারচুপির মাধ্যমে আমরা ক্ষমতায় আসি নাই।
শুক্রবার নারায়ণগঞ্জের শহীদ মিনারে এশিয়ান টিভির ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুল হাই বলেন, নারায়নগঞ্জের পুলিশ সুপারের দক্ষ নেতৃত্বের কারণে নির্বাচনে কোন সহিংসতা হয় নাই।
তিনি বলেন ,যারা বলে ভোট কারচুপি হয়েছে ওরা পাকিস্তানের দালাল। ওরা এদেশের উন্নয়ন চায় না।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মুন্না খান, মানব জমিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি খালিদ আলামিন প্রমুখ।