নবকুমার: একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনে অংশ নিতে পাবনা -১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হচ্ছে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত জামায়াতের সাবেক আমীর মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। রাজাকারপুত্র নাজিবুর রহমান মোমেনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তার অনুসারীরা।
জামায়াতের একাধিক সুত্রে জানা গেছে, ডা. আব্দুল বাছেদের পরিবর্ততে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে চূড়ান্ত প্রার্থী মনোনীত করেছে জামায়াত ।
রাজাকার পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে ঠেকাতে পাবনা ১ আসনে সাবেক তথ্যপ্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অধ্যাপক ড. আবু সাইয়িদের বিকল্প নেই। সরেজমিনে দেখা গেছে বেড়া সাথিয়ায় অধ্যাপক আবু সাইয়িদের বিশাল ভোট ব্যাংক রয়েছে। রয়েছে তার ব্যক্তিগত জনপ্রিয়তা। নির্বাচনকে সামনে রেখে শত শত তরুণ অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে কাজ করছে ।
বর্তমান পাবনা ১ আসনে আওয়ামী লীগের অবস্থা নাজুক । প্রার্থী পরিবর্তন না করলে আওয়ামী লীগ আসন ধরে রাখতে পারবে না।