আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আবার ইতিহাস গড়লেন মন্ত্রী গাজী

নবকুমার:

বাংলাদেশের এক ক্যারিশমাটিক নেতা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি এ দেশের মুক্তিযুদ্ধ, ব্যবসা- বাণিজ্য , ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। গোলাম দস্তগীর গাজী যেখানেই যান সেখানেই তিনি বদলে দেন দৃশ্যপট। শুরু হয় নতুনত্বের। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নেতৃত্বধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন নারায়ণগঞ্জ ১ আসনের এই সংসদ সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নিদের্শনা অনুযায়ী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে গোলাম দস্তগীর গাজী বেশ সফলতার পরিচয় দিয়েছেন । তার দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাচীন বাংলার রাজধানী ও মসলিনের শহর  ঐতিহাসিক সোনারগাঁ ‘বিশ্ব কারুশিল্প শহর হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। ওয়ার্ল্ড কমিউনিকেটরস কাউন্সিল (ডাব্লিউসিসি) প্রাচীন বাংলার রাজধানী ও মসলিনের শহর  ঐতিহাসিক সোনারগাঁকে ‘বিশ্ব কারুশিল্প শহর’ ঘোষণা করেছে। এবার আরেকটি নতুন ইতিহাস গড়ছেন গোলাম দস্তগীর গাজী। জাতীয় পাট দিবসের ন্যায় এবার ‘জাতীয় বস্ত্র দিবস’ পালন করার উদ্যোগ নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। প্রথমবারের মত আগামী ৪ ডিসেম্বর সারা দেশে জাতীয় বস্ত্র দিবস পালিত হবে। যা অতীতে কোন মন্ত্রী চালু করতে পারে নাই। যেটা গোলাম দস্তগীর গাজী মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় চালু হচ্ছে। যা তার জন্য ইতিহাস হয়ে থাকবে। সোমবার  ( ১৪ অক্টোবর)  জাতীয় বস্ত্র দিবস সফল করার লক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভা কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ,বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি,বিজেএমইএ’র সভাপতি রুবানা হক , বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন।