আজ রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আবারো প্রমাণ করলেন বেড়া,সাথিয়ার মাটি অধ্যাপক আবু সাইয়িদের ঘাঁটি

নবকুমার নিজস্ব প্রতিনিধি: সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা ড.অধ্যাপক আবু সাইয়িদের ব্যানারে আজ পাবনার রূপপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনী অনুষ্টানে কৃষক,শ্রমিক,ব্যবসায়ী­ সহ যোগ দিয়েছেন বেড়া,সাথিয়ার হাজার হাজার আওয়ামীলীগের নেতা কর্মীরা।
নেতা কর্মীদের কাছে জানতে চাইলে তারা বলেন যে শত বাধা উপেক্ষা করে বেড়া,সাথিয়ার প্রত্যেকটা পাড়া মহল্লায় থেকে আমরা আবু সাইয়িদের ব্যানারে জননেএী শেখ হাসিনার অনুষ্টানে যোগদান করেছি,এ যোগদানই প্রমাণ করে বেড়া সাথিয়ার মাটি আবু সাইয়িদের ঘাঁটি।

১৯৭০ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান রাকসুর ভিপি অধ্যাপক ড.আবু সাইয়িদ কে আওয়ামীলীগের দলীয় মনোনয় দিয়ে পাবনা জেলা তথা বেড়া,সাথিয়ায় আওয়ামীলীগের বীজ বপন করেছিলেন।
সাবেক এমএলএ অধ্যাপক ড .আবু সাইয়িদের নেতৃত্ব আজকের বেড়া সাথিয়ার আওয়ামীলীগ।