টি.আই.আরিফ :
রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া। শুক্রবার ১১ অক্টোবর বিকালে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, বিএনপি নেতা গোলজার হোসেন, তারাব পৌর যুবদলের আহবায়ক আফজাল কবীর।
অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া বলেন,আপনারা বিএনপির পাশে থাকবেন। আপনারা নির্ভয়ে পূজা উদযাপন করবেন। আমাদের নেতা তারেক রহমান আপনাদের খোঁজ রাখছেন। কোন সমস্যা থাকলে আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে আছি।