রূপগঞ্জে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রূপগঞ্জ প্রতিনিধিঃ
রূপগঞ্জে অমর একুশে ফেব্রয়ারী আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার গোলাকান্দাইল এলাকায় স্বপন ভুইয়ার ল চেম্বারে অ্যাডভোকেট স্বপন ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অ্যাডভোকেট স্বপন ভুইয়া তার বক্তব্যে বলেন বাংলা ভাষা আজ আন্তজাতিক মাতৃভাষায় হিসাবে ১৮০টি দেশসহ বাংলাদেশেও পালিত হয়েছে। এর জন্য প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন তিনি। তিনি আরো বলেন আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বাংলাভাষা আন্তজাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেতো না। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ, মোড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের জি এস দুলাল ভুইয়া, আওয়ামীলীগ নেতা খোকন ভুইয়া, তারাবো পৌরসভা সৈনিক লীগ নেতা রনি মিয়া, গোলাকান্দাইল ইউনিয়নের সৈনিক লীগ নেতা মোঃ সোলেমান, ভুলতা ইউনিয়ন সৈনিকলীগ নেতা হাবিবুর রহমান, ছাত্রীলীগ নেতা রফিকুল ইসলাম, চনপাড়া সৈনিকলীগ নেতা মান্নান, বশির মিয়া, মোঃ তাইমুল ইসলাম, মোঃ আলী নুর, মোঃ শাহিন রেজা, মোঃ চাঁন মিয়া, মোঃ তারেক রহমান প্রমূখ।