আজ বুধবার, ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখায় পলাশকে সভাপতি পদে ফের সমর্থন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার ত্রিবার্ষিক সাধারণ সভায় সভাপতি পদে ফের কাউসার আহাম্মেদ পলাশকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত করতে সমর্থন জানিয়েছেন সাধারণ সদস্যরা।

৪ নভেম্বর শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ত্রি বার্ষিক সাধারণ সভায় হাত তুলে এ সম্মতি জ্ঞাপন করেছেন সাধারণ সদস্যরা। এছাড়া ত্রিবার্ষিক সাধারণ সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, তারা বিগত সাড়ে ৬ বছর ধরে দায়িত্ব পালন করছেন। এই ৬ বছরে তাদের আয় হয়েছিল ৩৭ লাখ ৭৬ হাজার টাকা এবং ব্যায় হয়েছে ৩৫ লাখ ৫৭ হাজার। যার মধ্যে ১০১ জন মৃত সদস্যের পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে। তাদের উদ্বৃত্ত জমা রয়েছে ১ লাখ ৮৭ হাজার টাকা। এছাড়া সংগঠনের নামে থাকা পুরাতন দু’টি ট্রাক বিক্রি করে পেয়েছিলেন ৯ লাখ ২০ হাজার টাকা। সর্বমোট তাদের সংগঠনের কাছে জমা রয়েছে ১১ লাখ ৭ হাজার টাকা।

বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি এবং জাতীয় শ্রমিকলীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহাম্মেদ পলাশের সভাপতিত্বে ত্রি বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী আহম্মদ আলী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, কার্যকরী সদস্য ফারুক হোসেন, মোবারক হোসেন, নুরুল ইসলাম, নোয়াখালী শাখার সভাপতি আবুল বাহার, ফেনী শাখার সভাপতি মোঃ আলী, ভোলা শাখার সভাপতি মানিক মিয়া, শ্যামপুর শাখার সেক্রেটারী দেলোয়ার হোসেন, পাগলা শাখার সাবেক সভাপতি সালাউদ্দিন, সাবেক সেক্রেটারী আব্দুল করিম বাবু, আব্দুল মালেক, আব্দুস সালাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে কাউসার আহাম্মেদ পলাশ বলেন, আমি বিগত দিনেও সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে সকল আন্দোলন সংগ্রামে শ্রমিকদের পাশে থেকেছি। আমি শপথ করছি আমার উপর যে দায়িত্ব আপনারা দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত শ্রমিকদের পাশে থাকবো।

তাজুল ইসলাম বলেন, মহাসড়কে ট্রাক চালকদের হয়রানি বন্ধে পুলিশের আইজিপি আমাদের আশ্বাস দিয়েছেন। এছাড়াও ৮ দফা দাবি নিয়ে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আশা করছি দ্রুত আমরা সমাধানে পৌছতে পারবো।

স্পন্সরেড আর্টিকেলঃ