সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা পুলিশ ভলিবল টিমকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। মঙ্গলবার ( ১০ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে, টিম ম্যানেজার, ক্যাপ্টেন, কোচ এবং সংশ্লিষ্ট খেলোয়াড়দেরকে তিনি এ অভিনন্দন জানান । উল্লেখ্য ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্টে ঢাকা রেঞ্জের মোট ১৩টি জেলা পুলিশের ১৩টি টিম এ খেলায় অংশগ্রহণ করেন। চুড়ান্ত খেলায় গত ৮ নভেম্বর গাজীপুর জেলা পুলিশ ভলিবল টিমকে ৩-০ সেটে পরাজিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ভলিবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।