সংবাদচর্চা রিপোর্ট:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছার আলী দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। শনিবার ( ২৩ মে) নিজস্ব অর্থায়নে দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া ,রূপগঞ্জ ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাদশা , উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাছুম, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মতিন, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আহাদ , রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু, রূপগঞ্জ ইউনিয়ন মহিল লীগের সাধারণ সম্পাদক লাখি, রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি জিন্নাত জাহান জিসান, যুব মহিলা লীগের সাধারন আন্নি আক্তার উপস্থিত ছিলেন ।