সংবাদচর্চা রিপোর্ট:
করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে মাস্ক না পরে চলাফেরা করায় ১৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আদালত পাড়ায় ভ্রাম্যমান আদালতপাড়ায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফ ও ফারজানা আক্তার, নুসরাত আরা খানম ও নাসরিন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, নারায়ণগঞ্জের আদালত পাড়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান না করায় ১৪জন ব্যক্তিকে ১শ’ টাকা করে ১৪শ’ টাকা জরিমানা করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বার্হী ম্যাজিষ্ট্রেটগন।