সংবাদচর্চা অনলাইনঃ
নারায়ণগঞ্জ সদর থানার ধর্ষণ মামলার বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ২২ ধারা জবানবন্দি প্রদান করেছে ধর্ষণের স্বীকার হওয়া ৫ম শ্রেনীর সেই ছাত্রী।
মঙ্গলবার বিকেলে আদালতে এ জাবানবন্দি দেন শিশুটি। সে সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এ জাবনবন্দি রেকর্ড করেন।
এর আগে, ১১ জানুয়ারি নারায়ণগঞ্জ সদরে এ ঘটনা ঘটে। সে সময় স্থানীয় লোকজন অভিযুক্ত ধর্ষক আব্দুল মান্নানকে (৫০) আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ধর্ষক আব্দুল মান্নান হলেন নারায়ণগঞ্জ জেলার মতি মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া মৃত. সিরাজ সরদারের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।
গ্রেপ্তারকৃত ধর্ষক আব্দুল মান্নানকে আজ আদালতে উঠালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহাম্মেদ হুমায়ূণ কবির আসামিকে কারাগারে প্রেরণে নির্দেশ দেন।
জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ এএসআই মো. রোকনুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ সদর থানার দায়েরকৃত ধর্ষণ মামলায় ভিকটিম আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিেেস্ট্রট ফাহমিদা খাতুনের আদালতে ২২ ধারা জবানবন্দি প্রদান করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ধর্ষক আব্দুল মান্নান পেশায় একজন রাজমিস্ত্রি। বাদীনির বাসার বার্থরুমের পাইপ লাগানোর জন্য ১১ জানুয়ারি দুপুর দেয়টার সময় বাদীনির বাসায় আসে। সে সময় বাসা একা পেয়ে বাদীনির ৫ম শ্রেনীর ১১ বছরের ছোট বোনকে ১০০ টাকা মজা খেতে দেওয়ার কথা বলে ঘরে নিয়ে দরজা লাগিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সে সময় বাদীনির বোনের ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে বাদীনির বোনকে উদ্ধার করে ও আসামিকে আটক করে মারধর করে। পরে বাদীনিকে খবর দিয়ে বাসায় আনে। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থালে পৌছে আসামিকে গ্রেফতার করে।
আদালত সূত্রে জানায় যায়, শিশুটির মা বলছে শিশুকে ধর্ষণ করেছে। এদিকে শিশুটি বলছে ধর্ষণের চেষ্টা করেছে।