সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের আদালত পাড়ায় আইনজীবী ও আসামী পক্ষের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে অ্যাডভোকেট মনিরুজ্জামান মিন্টু, অ্যাডভোকেট মাহফুজুর রহমান পাপ্পু ও ফতুল্লার ভূইগড় এলাকার যৌতুক মামলার আসামী দ্বীন ইসলামের সঙ্গে এই হাতাহাতির ঘটনা ঘটে।
পরবর্তীতে কোর্ট পুলিশ ও সিনিয়র আইনজীবীরা দুই পক্ষকে থামিয়ে দেন।
এ বিষয়ে অ্যাডভোকেট মনিরুজ্জামান মিন্টু, দ্বীন ইসলাম সর্ম্পকে আমার ছোট শালির স্বামী। কোর্টে আমার শালিকা শামীমার সঙ্গে দ্বীন ইসলামের একটি যৌতুক মামলা চলছে। কিন্তু কিছুদিন পূর্বে দ্বীন ইসলাম আমার আরেক শালিকে (শামীমার ছোট বোন) নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে, এ নিয়েও কোর্টে মামলা চলমান।
শামীমার পক্ষ হয়ে বিগত দিনে মামলাটি পরিচালনার জন্য আমাদের সঙ্গে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূইয়া, আজ সেই মামলাটির আপোষ হবার কথা ছিলো কিন্তু আব্দুর রশিদ ভূইয়া আসামী দ্বীন ইসলামের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন। আমি তাকে বললাম, “স্যার এতো দিন আমাদের সঙ্গে বাদীর পক্ষ হয়ে মামলাটি পরিচালনা করেছেন আজ হঠাৎ আসামীর পক্ষ নিলেন, আমার শালীর ঘটনাটি যদি আপনার মেয়ের সঙ্গে ঘটত আপনি কি করতেন। এটা বলার সাথে সাথে তিনি আমার প্রতি ক্ষীপ্ত হয়ে যায়। পরবর্তীতে আসামী দ্বীন ইসলাম আমার শালিকা শামীমাকে আদালত পাড়ায় মারধর করে। আমরা তাদের ছাড়াতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।
বর্তমানে মানে সিনিয়র ম্যাজিষ্ট্রেট অশোক কুমার দত্ত’র আদালতে সিআর মামলাটি চলমান আছে যার নং ৮৮৯/১৯
এ বিষয়ে আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি মিথ্যা। আমি আসামীর পক্ষের আইনজীবী ছিলাম। হাতাহাতির কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সঙ্গে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এন/এল