আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আদালতের প্রতি এখন আর কোন আস্থা নেই জনগণের- আজাদ বিশ্বাস

আদালতের প্রতি এখন

আদালতের প্রতি এখন

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, দেশের এমপি মন্ত্রিরা কোটি কোটি টাকা লুটপাট করছে কিন্তু তার কোন বিচার হচ্ছেনা। অথচ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মাত্র ২ কোটি টাকার একটি মিথ্যা মামলায় কারাগারে আটক করে রেখেছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় চাষাড়া বালুর মাঠস্থ প্যারাডাইজ ক্যাবলের ভবনের সামনের খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবীতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজাদ বিশ্বাস বলেন, দেশে আইনের শাসন নেই, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার নেই। আদালতের প্রতি এখন আর কোন আস্থা নেই জনগণের। কারন দেশের জনগণের ন্যায্য অধিকারের আন্দোলন করতে গিয়েই কারাবরন করতে হয়েছে বেগম জিয়াকে। আমরা সেই শহীদ জিয়াউর রহমান এর আদর্শের সৈনিক যিনি এই দেশকে স্বাধীন করেছিলেন। অথচ আজকে এই স্থানে দাঁড়িয়ে মনে হচ্ছে এই জায়গায়টি শহীদ জিয়ার কবরস্থানে পরিণত হয়েছে। পুলিশ জনগণের বন্ধু কিন্তু সভা সমাবেশ করার জন্য আমাদেরকে কোন অনুমতি দেয়া হয়না। তাই দেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে দেশনেত্রী বেগম জিয়াকে কারামুক্ত করতে হবে। এজন্য আমাদের সবাইকে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে হবে। ঈদের পর নারায়ণগঞ্জ থেকেই এই অবৈধ সরকারের পতনের আন্দোলন শুরু করা হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হাসান রোজেলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সাদাত সায়েম, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মুহফুজুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন।
আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, শ্রমিক দল নেতা মন্টু মেম্বার, মহিলা দলের নেত্রী রহিমা শরিফ মায়া প্রমুখ।