স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পে ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অরগানাইজেশন (আইআইআরও) এর উদ্যোগে গরুর মাংস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদমজী উম্মুল ক্বোরা জুনিয়র হাইস্কুল প্রাঙ্গনে ১০১৬ জন নারী পুরুষের মধ্যে এক কেজি করে এ মাংস বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ আলহাজ্ব মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন, আইআইআরও বাংলাদেশ অফিসের পরিচালক গাজী এম এইচ আলওসাইমী, সৌদী আরব অফিসের আলহাজ্ব দাউদ সোলাইমান ইব্রাহিম, আইআইআরও বাংলাদেশ অফিসের পরিচালক (অর্থ) নাসরুদ্দিন বাকির, মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, বিহারী ক্যাম্পের চেয়ারম্যান লিয়াকত হোসেন, আদমজী উম্মুল ক্বোরা জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক হাকিম জয়নুল আবেদীন প্রমুখ।