আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমজী বিহারী কলোনীর ঈদ সামগ্রী আত্মসাতের অভিযোগ জয়নুল আবেদীনের বিরুদ্ধে

সংবাদচর্চা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী বিহারী কলোনীতে সৌদি আরব থেকে পাঠানো ৩ হাজার ঈদ সামগ্রী আত্মসাতের অভিযোগ উঠেছে আদমজী উমুল পাড়া স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাকিম মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে।

আদমজী বিহারী কলোনীর বাসিন্দাদের উদ্যোগে গতকাল ২৬ মে (রবিবার) পুলিশ সুপার মো. হারুন অর রশীদ বরাবর অধ্যক্ষ হাকীম মো. জয়নুল আবেদীন ও তার বাহিনীর বিরুদ্ধে ঈদ সামগ্রী আত্মসাতের অভিযোগ করা হয়।

অভিযোগ সুত্রে জানা যায়, সৌদি আরবের সহযোগিতায় একটি এন.জি.ও সংস্থার মাধ্যমে গত ১৯ মে (রবিবার) রাত আনুমানিক দুই টার দিকে আদমজী নগর বিহারী কলোনীতে প্রায় ৬০০০ (ছয় হাজার) প্যাকেট ঈদ সামগ্রী ছিলো। যার প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ২ লিটার তেল ও ৩ কেজি চিনি ছিলো। এগুলো বড় কাভার্ডভ্যানের মাধ্যমে ঢাকা হতে না’গঞ্জের আদমজী বিহারী কলোনীতে আসে। বৈদ্যুতিক তারের জন্য মালবাহী কাভার্ডভ্যান গুডাউন পর্যন্ত যেতে পারেনি বিধায় ভ্যানগাড়ির মাধ্যমে উক্ত মালগুলো গুডাউনে নেওয়া হয়। মালামাল নেওয়ার ফাঁকে প্রায় তিন হাজার প্যাকেট সড়িয়ে ফেলে অত্র বিহারী কলোনীর প্রাইমারি স্কুলের হেড মাস্টার ও মালের তত্ত্বাবধানকারী হাকীম মো. জয়নুল আবেদীন ও তার এলাকার সন্ত্রাসী চোরের দল।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অবস্থিত আদমজী বিহারী কলোনী। মহান মুক্তিযুদ্ধের পর থেকে যাওয়া পাকিস্তানের বেসামরিক নাগরিকরা বাস করেন এই বিহারী কলোনীতে। সেই থেকে আজ পর্যন্ত তাঁদের অবস্থান এই আদমজী বিহারী কলোনীতে। একটি সূত্রে জানা যায় আদামজী বিহারী কলোনীতে প্রায় ১৭ থেকে ১৮টি পরিবার দীর্ঘ সময় ধরে অবস্থন করছেন। বিহারী কলোনীতে থাকা পরিবারের সদস্যদের জন্য সহযোগীতা স্বরুপ প্রতিবছর সদূর সৌদি আরব থেকে ঈদ সামগ্রী প্রেরণ করা হয় এবং এই ঈদ সামগ্রী সৌদি সরকার কর্তৃক নারায়ণগঞ্জের আদমজী বিহারী কলোনীতে প্রেরণ করে একটি এনজিও সংস্থা ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন এর মাধ্যমে।

সৌদি আরব থেকে প্রেরিত ঈদ সামগ্রী আত্মসাতের বিষয়ে জানতে আদমজী উমুল পাড়া স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাকীম মো. জয়নুল আবেদীন এর সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক সংবাদচর্চাকে বলেন, সৌদি সরকার কর্তৃক প্রেরিত ৩ হাজার ঈদ সামগ্রী গত বৃহস্পতিবার আমাদের কাছে এসে পৌছে। তারিখ সম্পর্কে জানতে চাইলে তিনি বলে খাতা কলম দেখে বলতে হবে। ছয় হাজার প্যাকেট ঈদ সামগ্রী এসেছে বললে তিনি বলেন এই তথ্য ভুল। এসেছে তিন হাজার প্যাকেট। ঈদ সামগ্রী কিভাবে বিতরণ করা হয় জানতে চাইলে তিনি বলেন, আদমজী উমুল পাড়া স্কুলের ১০৪৪ জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় এবং অবশিষ্ট প্যাকেট বিহারী কলোনীতে থাকা পরিবারদের প্রদান করা হয়। আদামজী বিহারী কলোনীতে কতগুলো পরিবার বসবাস করে জানতে চাইলে তিনি জানান দুই হাজার দুই শত পরিবার বাসবাস করে। সকল পরিবারের কাছে এই ঈদ সামগ্রী (প্যাকেট) পৌছে দেওয়া সম্ভব হয়েছে কিনা জানতে চইলে তিনি জানান, সকলকে দেওয়া সম্ভব হয়নি। প্যাকেট শর্ট পরেছে। তবে আমরা পুনরায় সংস্থায় যাচ্ছি আরো কিছু প্যাকেট সংগ্রহ করার জন্য যাতে করে বাদ পড়া পরিবারগুলোর হাতে প্যাকেট গুলো পৌছে দিতে পারি। আপনি সহ আপনার অন্যান্য বাহিনীর সদস্যরা এই ঈদ সামগ্রী (প্যাকেট) আত্মসাৎ করেছেন এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা মিথ্যা, একটি মহল আমাকে বিতর্কিত করার জন্য এমনটা করে থাকেত পারে। এই ঈদ সামগ্রীর বিষয়ে ডিসি, ইউএনও সহ সিদ্ধিরগঞ্জ থানা কর্তৃপক্ষ অবগত আছেন। এখানে আত্মসাত করার প্রশ্নই ওঠে না। কোন প্যাকেট চুরি হয়েছে কিনা জানতে চইলে তিনি বলেন কয়েকটি প্যাকেট চুরি হয়েছিলো তবে থানা পুলিশের সহায়তায় তা উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনা সুত্রে জানা যায়, চুরি হওয়া ঈদ সামগ্রী উদ্ধারে সহযোগিতা করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নুল আহমেদ। ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে জানান।

ঈদ সামগ্রী আত্মসাতের বিষয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আদমজী উমুল পাড়া স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাকীম মো. জয়নুল আবেদীন নিজের প্রভাব ধরে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অকর্ম করে বেড়ান। দীর্ঘ সময় ধরে ঈদ সামগ্রী পণ্য আত্মসাত করে আসছেন তিনি এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এই আত্মসাতকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করেছেন এলাকাবাসী।