আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আত্নকথা: নাহার রহমান নুপুর

বিবর্ণ অতীত ছায়ার মত ঘিরে থাকে আমাকে,অনেক চাওয়া ছিলো আমার না পাওয়ার গল্পে।

অবসরের আশায় আশায় প্রতিনিয়ত তলিয়ে যাচ্ছি আমি ব্যস্ততার আয়োজনে।

নাইবা ফিরে পেলাম সেই হারানো অতীত,ভাগ্য লেখায় নাইবা আর খুঁজে গেলাম তাকে।

কোনো অভিযোগ নেই সত্যি তবু পেছনে ফিরে দেখি একরাশ আফসোস!

আজ দুজনার দুটি পথ ওগো

ভুলক্রুটি যা ছিলো ক্ষমা করে দিও!

আচ্ছা, আমাকে কি মনে পড়ে?

হয়তো হ্যা হয়তো বা না!

আমি কিন্তু ভুলে গেছি সব কিছু।

যা আছে বাকী আমাতে তা শুধুই কবিতার বিচরণ।

চারি দিকে আজ বড় বেশি নিরানন্দ,আলো নয় আজ অন্ধকারকেই বড় বেশি ভালোবাসি ওগো।

প্রহর শেষে ছায়া বেড়ে গেলো

বাতাসে বাতাসে বেড়ে গেলো দীর্ঘশ্বাস!

বড় অবহেলায় এসে তুমি, মায়া রেখে গেলে ওগো।

ভয়, কি যে ভয় ছিল

শুধু তোমাকে হারাবার ।

দেখো,আকাশপানে তাঁরারা জ্বলে।

নিশুতি রাতে,নীরবে নিভৃতে।

সে তো এক স্বপ্নের গোলক প্রিয়।

গোলাপের মনোমুগ্ধময় গন্ধ কোকিলের গানেও আছে সুমিষ্ট শ্রবণ, প্রিয়তম যা কিছু বদলে গেছি

শুধু তুমি আর আমি!

লেখক: নাহার রহমান নুপুর, ছাত্রী নরসিংদী সরকারি মহিলা কলেজ।