আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০০ টাকার বাজার করলে ব্যাগ ভর্তি সবজি পাওয়া যায়। অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে আড়াইহাজারে শাক সবজির ফলন অনেক ভাল হয়েছে। বাজারে আমদানী বেশি হওয়ায় ক্রেতারা স্বস্তিতে। কিছুদিন আগে একটি ফুলকপি কিনতে ৫০ টাকা লাগতো সেখানে এখন একটির দাম মাত্র ৫ টাকা। একটি বাঁধাকপির দামও ৫ টাকা।
বাজারে অন্যান্য সবজির ও ব্যাপক আমদানী হয়েছে, যেমন আলুর দাম-১০-১৫ টাকা কেজি, টমেটোর দাম-১০-১৫ টাকা কেজি, শিম-১০-১৫ টাকা কেজি। এতে করে দিন মজুর থেকে শুরু করে সকলে সবজি কিনতে স্বস্তিতে রয়েছে। বর্তমান বাজার মূল্যে ১০০ টাকার সবজি কিনলে ব্যাগ ভর্তি বাজার আনা যায়। আড়াইহাজারের বিভিন্ন এলাকায় সবজির উৎপাদন অনেক ভাল হয়েছে এতে করে বাজারে সবজির দাম অনেক কম।
এই ব্যাপারে আড়াইহাজার উপজেলার কৃষি কর্মকর্তা আঃ কাদির বলেন, চাষীদের সার, বীজ, কীটনাশক, সঠিকভাবে সরবরাহ ও চাষীদের সঠিক পরিচর্যার কারনে চলতি বছর সবজি চাষে ব্যাপক সাফল্য এসেছে।
এদিকে চাষীরা সজির ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ।