আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দু-পক্ষের সংঘর্ষে ০৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে টেকপাড়া গ্রামে ২৫ (ডিসেম্বর) পারিবারিক ও জমি সংক্রান্তের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে ০৫ জন আহত হয়েছে।

ঘটনার বিবরনে জানা যায়, আহাদ ও সেলিম সম্পর্কে চাচা ভাতিজা। তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক কলহ চলছে। মঙ্গল বার কথা কাটাকাটির এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে সেলিম, মাসুদ, সহ উভয় পক্ষের ০৫ জন আহত হয় । এর মধ্যে আহাদের ভাতিজা সেলিম ও মাসুদ, ও মাসুদের স্ত্রীকে আহত অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায় কিছুদিন আগে তাদের পারিবারিক বিরোধ নিস্পত্তির জন্য উভয় পক্ষের দু-জন সার্ভেয়ার ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সীমানা নির্ধারন করে দু-পক্ষের মধ্যে মীমাংসা করা হয়। কিন্তু মনের দিক দিয়ে তাদের কোন উন্নতি হয়নি।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন,আজকের ঘটনার জন্য এখনো কোন পক্ষ থেকে মামলা হয়নি, হলে আইনানুগ ব্যবস্থা গহন করা হবে।