আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে২৯ মন্ডপে দূর্গা পূঁজা শুরু

আড়াইহাজার প্রতিনিধি:- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন স্থানে ২৯ টি পূজা মন্ডপে এবার হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দূর্গা পূজা শান্তিপুর্ণ ভাবে শুরু হয়েছে। ইতি মধ্যেই চলে গেছে পূঁজার প্রথম দিনটি। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে পূঁজার প্রথম কর্মসূচি।

উপজেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী আড়াইহাজার সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, গাজীপুরা সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, ঝাউগড়া কাজল দাসের বাড়ী সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, কামরানীর চর শ্রী গৌরনিতাই আখড়া সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, সুলতানসাদী সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, সদাসদী পশ্চিমপাড়া সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, উলুকান্দী দক্ষিণপাড়া সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, উলুকান্দী উত্তর পাড়া সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ,  উলুকান্দী নমসুদ্র পাড়া সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, উলুকান্দী পূর্ব পাড়া সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, পূর্বকান্দি উলুকান্দী দক্ষিণপাড়া সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, ভৈরবদী সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, অসিত করের বাড়ী  সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, রাইনাদী সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ,আশারামপুর মন্দিরবাড়ী সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, আশারামপুর পন্ডিৎ বাড়ী সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, বালিয়াপাড়া সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, মনোহরদী সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, পাঁচগাঁও কর্মকার পাড়া সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, কালিবাড়ী কালি মন্দীর সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ,দুপ্তারা পশ্চিম পাড়া সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, দুপ্তারা মণিপাড়া সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, দুপ্তারা মাল পাড়া সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, কালাপাহাড়িয়া শ্রী সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, গজেন্দ্র মিত্রের বাড়ী

সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপ, ও আশুয়ান্দী দাসের বাড়ী সার্ব্বজনীন দূর্গা পূজা মন্ডপে এক যোগে দুর্গোৎসব পালিত হচ্ছে।

রাইনাদী সাবর্বজনীন পুজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী নির্মল চন্দ্র চন্দ বলেন, পূঁজা শান্তিপূর্ণ ভাবেই শুরু হয়েছে। এলাকায় কোন প্রকার বিশৃংখলা নেই। সকল ধর্মের সহাবস্থানের মাধ্যমে পূজার কার্যক্রম চলছে।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান জানান, প্রত্যেক পূজা মন্ডপ এলাকায় প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ব্যবস্থা করা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ