নিজস্ব প্রতিবেদক:
মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের ছেলে শাহরিয়ারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের চাষাড়া এলাকা থেকে শাহরিয়ারকে আটক করে ডিবি। পরে রাত সোয়া ৭টায় ডিবির একটি গাড়িতে করে শহরের খানপুর এলাকার সাখাওয়াতের বাসার সামনে গিয়ে নামিয়ে দিয়ে আসে।
ছেলেকে আটক করে নিয়ে যাবার পর আতঙ্কিত হয়ে যান সাখাওয়াত হোসেন খান। এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
এ বিষয়ে বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খান বলেন, কেন নিয়ে গেছে তা জানি না। আমি রাজনীতি করি। রাজনীতির সাথে আমার ছেলের কোন সম্পৃক্ত নাই। তবুও তাকে আটক করা হয়। তবে এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, এ বিষয়ে কথা বলে আমি আরও ঝামেলায় জড়াতে চাই না।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরে আলম বলেন, বিয়ারসহ তাকে আটক করা হয়েছিল। পরে লিখিত মুচলেকা দিয়ে তাকে জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।