সংবাদচর্চা রিপোর্ট:
আজ ১১ মার্চ সাহিত্যিক সাংবাদিক নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ উদ্দিন সবুজ এর জন্মদিন।
শরীফ উদ্দিন সবুজ ১৯৭৭ সালে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে জন্মগ্রহন করেন। তার বাবা সাবেক ছাত্রলীগ নেতা, তোলারাম কলেজ ছাত্র সংসদের সাবেক এ জি এস, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ।
মায়ের নাম শাহ্ শরীফুন নেছা। তার জন্মদিনের দিন ২০০৮ সালে তার মা শাহ শরীফুন নেছা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। নগরীর এক নং বাবুরাইল এলাকায় তাদের পৈত্রিক বাড়ি। শরীফ উদ্দিন সবুজের ছাত্র জীবন শুরু আলী আহম্মদ চুনকা প্রতিষ্ঠিত কলরব কিন্ডারগার্টেন এর মাধ্যমে। ১৯৯৩ সালে তিনি নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুল থেকে এসএসসি, ১৯৯৫ সালে ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি, ১৯৯৯ সালে মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় অনার্স এবং ২০০০ সালে একই কলেজ থেকে উদ্ভিদ রোগতত্ত্ব বিষয়ে মাষ্টার্স করেন। ঢাকা সিটি কলেজে পড়ার সময় থেকে তিনি সাংবাদিকতা শুরু করেন।
১৯৯৮ সালে তিনি দৈনিক সংবাদের নিয়োগপত্র লাভ করেন। এরপর তিনি বিভিন্ন সময়ে দৈনিক যুগান্তর, কালেরকন্ঠ, সকালের খবর, বাংলা ভিশন, সিএসবি নিউজ, সময় টেলিভিশনে কাজ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি। তার সাহসী সাংবাদিকতা নারায়ণগঞ্জে আলোচিত। তিনি প্রায় একুশ বছর ধরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন ও করছেন। নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) তিনি প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক। তিনি এ কে এম সামসুজ্জোহা সাংবাদিকতা পুরস্কার লাভ করেন।
সাংবাদিকতার পাশাপাশি শরীফ উদ্দিন সবুজ সাহিত্যিক, বিজ্ঞানকর্মী, সাংস্কৃতিক কর্মী হিসেবেও পরিচিত। ছোটবেলা থেকে তার ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ জাতীয়-স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে ও হচ্ছে। শিশুতোষ,সায়েন্স ফিকশন, কবিতা, মুক্তিযুদ্ধ বিষয়ে এ পর্যন্ত তার ষোলটি বই প্রকাশিত হয়েছে।
শুরু থেকেই তিনি বিজ্ঞান সংস্থা ‘ডিসকাশন প্রজেক্ট’ এর সাথে জড়িত। সাংস্কৃতিক কর্মী শরীফ উদ্দিন সবুজ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের কার্য্যকরি সদস্য ছিলেন। বর্তমানে তিনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক।
দুই সন্তান ও স্ত্রী নিয়ে তার সংসার।