নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী এমপি নির্বাচনে নৌকা প্রত্যাশী নারায়ণগঞ্জের সম্ভাব্য ১৫ নারীর ভাগ্য নির্ধারন হচ্ছে আজ।
শনিবার (২৬ জানুয়ারী) দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত হবে।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হবে।
এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও এ দুই বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানাগেছে, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর চতুর্থবারের মত গত ৭ জানুয়ারী সরকার গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। আগামী ৩০ জানুয়ারী শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আর তাই সংবিধান অনুয়ায়ী সংসদের সংরক্ষিত ৫০ টি আসনে আগামী মার্চে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এলক্ষ্যে আগামী ১৭ ফেব্রæয়ারী একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুসারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে এবার বাংলাদেশ আওয়ামী লীগ পাবে ৪৩টি আসন।
গত ১৫ থেকে ১৮ জানুয়ারী পর্যন্ত আওয়ামীলীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী এমপি প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ জেলা থেকে নৌকার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৫ জন। এরপর ২০ জানুয়ারীর মধ্যে নৌকা প্রত্যাশায় মনোনয়ন পত্র জমা দেন তারা।
এরা হলেন, সংরক্ষিত আসনের বর্তমান এমপি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য এড. হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামীলীগের সাবেক এমপি চিত্রনায়িকা সারাহ বেগম কবরী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো: শহীদ বাদলের সহধর্মিনী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদা হাসনাত, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ারা বেগম, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহŸায়ক ও ভাষা সৈনিক মরহুম মফিজুল ইসলামের কন্যা আলিয়া মফিজ, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের আওয়ামীলীগের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের সহধর্মিনী রুবিয়া সুলতানা, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও স্ট্যামফোর্ড ইউনিভাসিটির আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক যুগ্ম-সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা মহিলা লীগের সভানেত্রী এড. নুরজাহান, বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা রাশেদুল কবিরের কণ্যা ও সাবেক কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী লন্ডন প্রবাসী শারমিন আমির এবং শহরের ২ নং বাবুরাইল ৬২/২ ডিপি রোড এলাকার মৃত হাজী আনোয়ার হোসেনের কণ্যা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য আঞ্জুমা হাসান বিথী।